ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের ঈদযাত্রার প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে শুক্রবার (১৪ মার্চ) সকাল ৮টায়। পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রির শুরুতেই মাত্র ৯ মিনিটের মধ্যে বেশিরভাগ টিকিট বিক্রি হয়ে যায়। তবে, কিছু ট্রেনের ৪-৫টি করে টিকিট তখনো অনলাইনে পাওয়া যাচ্ছিল।
অনলাইনভিত্তিক এই টিকিট বিক্রির প্রথম অর্ধঘণ্টায় ১৫,৭৭৩টি টিকিটের বিপরীতে ২০ লাখ হিট পড়েছে।
শুক্রবার সকাল ৯টায় রেলের টিকিট বিক্রির ওয়েবসাইটে দেখা যায়, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামগামী কোনো ট্রেনের টিকিট অবশিষ্ট নেই। তবে পঞ্চগড়, লালমনিরহাট, পার্বতীপুর ও রাজশাহী অভিমুখী ট্রেনের কিছু টিকিট তখনও পাওয়া যাচ্ছিল।
সকাল ১১টার মধ্যে প্রায় সব ট্রেনের টিকিট শেষ হয়ে যায়, যদিও মাঝেমধ্যে এক-দুইটি ট্রেনের টিকিট ওয়েবসাইটে দেখা যাচ্ছিল।
১৪ মার্চ বিক্রি করা হয়েছে ২৪ মার্চের অগ্রিম টিকিট। অর্থাৎ আজ যারা টিকিট কিনেছেন, তারা ২৪ মার্চ ট্রেনে ঈদযাত্রা করতে পারবেন।
ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন জানান,
তিনি আরও জানান, যাত্রীদের তুলনায় টিকিটের সংখ্যা কম থাকায় সবাই টিকিট পাচ্ছেন না। দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে অনলাইনে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, পর্যায়ক্রমে প্রতিদিন একদিন পরের টিকিট বিক্রি করা হবে—
স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন জানান, এখন পর্যন্ত অনলাইনে টিকিট কেনার ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি এবং কোনো অভিযোগ পাওয়া যায়নি।
তবে, বিশালসংখ্যক মানুষের চাহিদার তুলনায় টিকিটের সংখ্যা কম থাকায় বেশিরভাগ যাত্রী কাঙ্ক্ষিত টিকিট পেতে হিমশিম খাচ্ছেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.