মধ্য মার্চে আকস্মিক ঘন কুয়াশায় ঢাকা পড়ে গেল চুয়াডাঙ্গা জেলা। বৃহস্পতিবার ভোর থেকে ঘন কুয়াশায় সমস্ত কিছু অন্ধকার হয়ে যায়। প্রায় সকাল ৯টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন স্থান কুয়াশায় আচ্ছাদিত ছিল।
এই অস্বাভাবিক কুয়াশা এবং তাপমাত্রার উচ্চতা অনেককেই অবাক করেছে। এদিন চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যা এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ২৬ শতাংশ।
চুয়াডাঙ্গা ফার্মপাড়ার রাজমিস্ত্রি জিয়াউর রহমান জানান, তিনি বৃহস্পতিবার সকাল ৮টায় কাজে বের হন এবং রাস্তায় বের হয়ে দেখেন যে, চারপাশ ঘন কুয়াশায় ঢাকা পড়ে আছে। সকাল ৯টা পর্যন্ত কুয়াশা অব্যাহত ছিল। যদিও শীতের তীব্রতা ছিল না, তবে কুয়াশার কারণে পৌষ মাসের মতো অনুভূতি হচ্ছিল। এ ধরনের কুয়াশার কারণ সম্পর্কে সাধারণ মানুষ কেউ কিছু জানে না।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়া পর্যবেক্ষক রাকিবুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে ৯টা পর্যন্ত কুয়াশা ছিল, তবে তাপমাত্রা ছিল বেশ উচ্চ। বিকাল ৩টায় চুয়াডাঙ্গায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় এবং বাতাসের আর্দ্রতা ছিল ২৬ শতাংশ।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.