ইউক্রেন শান্তির পথে অগ্রসর হতে এবং অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে ‘প্রতিজ্ঞাবদ্ধ’— এমনটাই জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বুধবার সন্ধ্যায় এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। খবর বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক মাধ্যমে প্রকাশিত এই পোস্টে জেলেনস্কি যুদ্ধবিরতির প্রসঙ্গ টেনে বলেন, ইউক্রেন তার অংশীদারদের সঙ্গে সমন্বিতভাবে ‘যত দ্রুত সম্ভব’ কাজ করতে প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, "মূল বিষয়টি হলো— আমাদের অংশীদাররা কি নিশ্চিত করতে পারবেন যে রাশিয়া প্রতারণা না করে সত্যিকারের শান্তি প্রতিষ্ঠা করবে? কারণ এখনো রুশ হামলা অব্যাহত রয়েছে।"
জেলেনস্কি আরও দাবি করেন, প্রতিদিন রাতেই ইউক্রেন প্রায় একশ' শাহেদ ড্রোনের হামলার শিকার হয়, যদিও এগুলো প্রতিহত করা হয়। তবে কিছু হামলায় বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে।
যুদ্ধবিরতি প্রসঙ্গে তিনি বলেন, "আমাদের শান্তির পথে এগিয়ে যেতে হবে, নিরাপত্তার নিশ্চয়তার দিকে অগ্রসর হতে হবে এবং আমাদের বন্দিদের মুক্ত করতে হবে।"
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.