ধর্ষকদের গ্রেপ্তার ও স্বল্প সময়ের মধ্যে বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছে রংপুর সাংস্কৃতিক ঐক্য পরিষদ।
বৃহস্পতিবার(১৩ মার্চ) বিকেলে রংপুর টাউন হল গেটে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে মাগুরায় ধর্ষণের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা আছিয়ার মৃত্যুতে শোক জানানো হয়।
এসময় রংপুর সাংস্কৃতিক ঐক্য পরিষদের উপদেষ্টা বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী জহির আলম নয়ন বলেন, “ধর্ষণের মতো নিকৃষ্ট কাজ যারা করছে তাদের জনসম্মুখে হত্যা করা উচিত।ধর্ষকদের দ্রুত গ্রেফতার করে বিচার কাজ শেষ করতে হবে।তাদের কোন জামিন হবে না।৪ বছরের শিশু থেকে বৃদ্ধা সবাই ধর্ষণের শিকার হচ্ছে তাই জনসচেতনতাও বাড়াতে হবে।”
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন রংপুর সাংস্কৃতিক ঐক্য পরিষদের সভাপতি মাহমুদুন্নবী ডলার,সাধারণ সম্পাদক মাহাবুবুল হাসনাত শাওন,দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান সায়নসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ ও সাংস্কৃতিক কর্মীরা।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.