দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৪ মে (বুধবার) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫ম সমাবর্তন অনুষ্ঠিত হবে। বুধবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের এক্সট্রা অর্ডিনারি (২৪৭তম) সভায় এই তারিখ চূড়ান্ত করা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের এক্সট্রা অর্ডিনারি (২৪৭তম) সভা উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ২০২৫ সালের ১৪ মে বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
তিনি আরও বলেন, ২০১১ থেকে ২০২৩ সাল পর্যন্ত স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীরা এই সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ পাবেন। সমাবর্তনের বিস্তারিত তথ্য শীঘ্রই বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে। অনলাইনে আবেদন গ্রহণ করা হবে এবং ১৫ মার্চ থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই ৫ম সমাবর্তন একটি গুরুত্বপূর্ণ আয়োজন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমাবর্তনকে সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি গ্রহণ করছে। শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য এই অনুষ্ঠানটি একটি স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে বলে আশা করা যাচ্ছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.