রাজধানীর শাহবাগ এলাকায় ‘শাহবাগীবিরোধী ঐক্য’ নামের একটি সংগঠন গরু গোসল করানোর মাধ্যমে শাহবাগ আন্দোলনের সমর্থকদের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ৮টায় এই কর্মসূচির আয়োজন করা হয়, যার উদ্দেশ্য ছিল শাহবাগ আন্দোলনের সমর্থকদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা।
সংগঠনটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ২০১৩ সালের শাহবাগ আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি অন্ধকারময় অধ্যায়। তাদের মতে, গণজাগরণ মঞ্চের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ফ্যাসিবাদী শক্তির উত্থান ঘটিয়েছিল। এ সময় নিরীহ রাজনৈতিক নেতাদের হত্যাকাণ্ডের জন্য শাহবাগ আন্দোলনের সমর্থকদের দায়ী করা হয়েছে। সংগঠনটির দাবি, শাহবাগ আন্দোলনের ফলে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়ে এবং সরকারের ক্ষমতার অপব্যবহার ঘটে।
শাহবাগীবিরোধী ঐক্যের সদস্যরা জানান, তারা প্রতীকীভাবে একটি গরুকে গোসল করিয়ে শাহবাগীদের বিরুদ্ধে তাদের বার্তা দিতে চেয়েছেন। সংগঠনের এক সদস্য বলেন, ‘শাহবাগীরা তো গোসলও করেন না। তাদের সচেতন করতে আমরা একটি গরুকে গোসল করিয়েছি।’ তাদের উদ্দেশ্য ছিল শাহবাগীদের মনে করিয়ে দেওয়া যে, সভ্য মানুষের মতো নিয়মিত গোসল করা উচিত।
সংগঠনটির আরেক সদস্য বলেন, ২০১৩ সালের শাহবাগ আন্দোলন শুধু রাজনৈতিক হত্যাকাণ্ডের সূচনা করেনি, বরং দেশের নৈতিক অবক্ষয়েরও কারণ হয়েছে। তাদের মতে, যারা এসব হত্যাকাণ্ডের পেছনে দায়ী, তাদের ক্ষমতায় আসার পর দেশের অবস্থা আরও নাজুক হয়ে পড়েছে। এই কর্মসূচির মাধ্যমে শাহবাগীদের নিজেদের কর্মকাণ্ড ও নৈতিকতা নিয়ে ভাবতে বলা হয়েছে।
গরু গোসলের পর সংগঠনটি একটি গণইফতারের আয়োজন করে, যেখানে শাহবাগ আন্দোলনের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করা হয়। এই কর্মসূচির মাধ্যমে শাহবাগীবিরোধী ঐক্য তাদের অবস্থান আরও স্পষ্ট করেছে।
উল্লেখ্য, ২০১৩ সালের শাহবাগ আন্দোলন, যা ‘গণজাগরণ মঞ্চ’ নামে পরিচিত, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি বিতর্কিত অধ্যায়। এই আন্দোলনের মাধ্যমে কথিত যুদ্ধাপরাধের বিচার দাবি করা হয়েছিল। তবে আন্দোলনের সময় তৎকালীন সরকারবিরোধী দলগুলোর নেতাদের বিচারিক হত্যাকাণ্ডের ঘটনায় এটি ব্যাপক সমালোচনার মুখে পড়ে। শাহবাগীবিরোধী ঐক্য এখনও এই আন্দোলনের বিরোধিতা করে আসছে এবং তাদের মতে, শাহবাগীরা দেশের জন্য এক অভিশাপ হয়ে দাঁড়িয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.