প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রোহিঙ্গাদের মর্যাদার সঙ্গে এবং স্বেচ্ছায় মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশ সরকার সর্বোচ্চ কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে।
বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক মিডিয়া ব্রিফিংয়ে শফিকুল আলম বলেন, "রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ একটি বড় সম্মেলন আয়োজন করতে যাচ্ছে। আমাদের সেখানে মূল লক্ষ্য থাকবে রোহিঙ্গারা যেন মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় মিয়ানমারে ফিরে যেতে পারে এবং রাখাইনের সকল জনগোষ্ঠী যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। এই উদ্দেশ্য সফল করতে আমরা প্রয়োজনীয় সব ধরনের কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করছি।"
রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তার প্রসঙ্গ উল্লেখ করে শফিকুল আলম বলেন, "রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা এখন অনেক কমে গেছে। আমরা আশা করছি, জাতিসংঘ মহাসচিবের সফর মানবিক সহায়তা সংগ্রহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রোহিঙ্গাদের পুষ্টি সহায়তা অত্যন্ত জরুরি, এবং আমরা চাই তাদের পুষ্টির চাহিদা যেন কোনোভাবেই কম্প্রোমাইজ না হয়। এজন্য আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন, কারণ রোহিঙ্গাদের জন্য প্রতিমাসে প্রায় ১৫ মিলিয়ন ডলার দরকার। আমরা আশা করছি, জাতিসংঘ মহাসচিবের এ সফর বিশ্বের দৃষ্টি আকর্ষণ করবে এবং রোহিঙ্গাদের জন্য সহায়তা যেন অব্যাহত থাকে।"
তিনি আরও বলেন, "রোহিঙ্গা সমস্যা নিয়ে সেপ্টেম্বরে জাতিসংঘ একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে, যেখানে ফিনল্যান্ড এবং মালয়েশিয়া কো-স্পন্সর হিসেবে যোগ দেবে। আমরা আশা করছি, জাতিসংঘ মহাসচিবের সফরের মাধ্যমে এই সম্মেলনে আরও উন্নতি হবে এবং রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধান খুঁজে বের করা সম্ভব হবে।"
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.