দ্য ডার্টি ম্যাগাজিন সিনে দুনিয়ার দুই জনপ্রিয় মুখ, বি-টাউনের কারিনা কাপুর খান ও 'সেক্স এডুকেশন'-এর অভিনেত্রী জিলিয়ান অ্যান্ডারসন, নিয়ে একটি শোয়ের আয়োজন করেছিল। সেখানে তারা তাদের কর্মজীবন ও ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছার নানা কথা একে অপরের সঙ্গে শেয়ার করেন।
জিলিয়ানের সাহসী অভিনয় সবাইকে মুগ্ধ করেছিল। অন্যদিকে, কারিনাকে তার দীর্ঘ ক্যারিয়ারে কখনোই এমন ধরনের চরিত্রে পর্দায় অভিনয় করতে দেখা যায়নি। এবার এই প্রসঙ্গেই মুখ খুললেন দুই নায়িকা।
জিলিয়ান বলেন, "আমি জানি, আপনি এর আগেও বলেছেন যে, আপনি ঘনিষ্ঠ দৃশ্য করতে খুব একটা আগ্রহী নন। তবে আমার ভাবনা আবার অন্য। আমার মনে হয়, এমন অনেক কিছু আছে, যা করতে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করব না। কিন্তু চরিত্রের খাতিরে তো অনেক সময় এমন কিছু করতে হয়, যা আমরা করতে পছন্দ করি না। তাই আমি জানতে চাই— আপনি এই ক্ষেত্রে কতদূর পর্যন্ত সীমা বেঁধে রেখেছেন?"
এই প্রশ্নের উত্তরে কারিনা বলেন, "আমি ব্যক্তিগতভাবে মনে করি যে, যৌনতা গল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ নয়। এটা এমন কিছু নয়, যা গল্পের মধ্যে কোনো মৌলিক পরিবর্তন আনে, বা যা দেখানো খুবই প্রয়োজনীয়। আমি হয়তো পর্দায় এটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করব না। আমি কখনো এটা করিনি। আমরা যৌনতাকে এক মানবিক অভিজ্ঞতা হিসেবে দেখি না।"
কারিনা আরও বলেন, "আপনারা এ বিষয়টিকে যতটা মুক্ত মনে খোলামেলাভাবে গ্রহণ করতে পারেন, আমরা তা পারি না। আমরা এখনো ওভাবে গল্প বলতে পারি না। আপনাদের দেশে সব কিছুই খুব খোলামেলা, তাই খুব সহজেই আপনি একটি মেয়ের আকাঙ্ক্ষাকে খোলামেলাভাবে দেখাতে পারেন।" এই কথার সূত্র ধরে 'চামেলি' (২০০৩) সিনেমায় কারিনার চরিত্রও আলোচনায় উঠে আসে। তবে কেবল এ প্রসঙ্গেই নয়, দুই অভিনেতার মধ্যে আরও নানা বিষয় ও কাজ নিয়ে আলোচনা হয়েছিল।
কাজের সূত্রে, 'সিংহাম এগেইন' (২০২৪) সিনেমায় কারিনাকে সর্বশেষ দেখা গেছে। এর পর কারিনা আভাস দিয়েছেন যে, তাকে পরবর্তীতে মেঘনা গুলজারের ছবিতে দেখা যাবে। তবে এই মাঝখানে নানা জল্পনাও উঠে এসেছে। জানা গেছে, খুব বড় দক্ষিণী সিনেমায় নাকি নায়িকাকে দেখা যেতে পারে।
অন্যদিকে, জিলিয়ানকে আমেরিকান ওয়েস্টার্ন অ্যাকশন ড্রামা সিরিজ 'দ্য অ্যাব্যান্ডনস'-এ দেখা যাবে। বর্তমানে তারই প্রস্তুতি নিচ্ছেন নায়িকা। ১৮৫০-এর দশকের অস্থির ওল্ড ওয়েস্টের ওপর ভিত্তি করে আবর্তিত হয়েছে সিরিজের গল্প।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.