পাকিস্তানের সিন্ধ হাইকোর্ট (এসএইচসি) এক ঐতিহাসিক রায়ে জানিয়েছেন, মৃত বাবার মাসিক পেনশনের অংশ পাবেন তার তালাকপ্রাপ্ত কন্যা। তবে তিনি পুনরায় বিয়ে করলে এই সুবিধা আর পাবেন না।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, এক তালাকপ্রাপ্ত নারীর আবেদনের পরিপ্রেক্ষিতে সিন্ধ হাইকোর্টের দুই বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এই রায় দেন। বেঞ্চে ছিলেন বিচারপতি মোহাম্মদ করিম খান এবং বিচারপতি নিসার আহমেদ ভানভ্রো।
আদালত রায়ে উল্লেখ করেন, পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় ১৯৮৩ সালে পেনশন বিধি সংস্কার করে। এর ফলে তালাকপ্রাপ্ত কন্যাদের মর্যাদা অবিবাহিত কন্যাদের সমান বলে গণ্য করা হয়। অর্থাৎ, অবিবাহিত কন্যারা যেমন বাবার পেনশনের অধিকারী, তালাকপ্রাপ্ত কন্যারাও তেমনই।
আবেদনকারী নারী জানান, তার বাবা ১৯৯০ সালে কলেজ শিক্ষা বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে অবসর নেন এবং ২০২৩ সালের জানুয়ারিতে মারা যান। তিনি এবং তার অবিবাহিত বোন মাসিক পেনশন পাওয়ার যোগ্য দাবি করেন এবং আদালত তা মঞ্জুর করেন।
এই রায় পাকিস্তানে তালাকপ্রাপ্ত নারীদের অধিকার রক্ষায় একটি গুরুত্বপূর্ণ নজির স্থাপন করল। এটি নারীদের আর্থিক নিরাপত্তার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.