শাপলা চত্বরের ঘটনায় হেফাজতের মামলায় শেখ হাসিনাসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ বুধবার ( ১২ মার্চ ) শাপলা চত্বরের ঘটনায় হেফাজত ইসলামের করা মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ইমরান এইচ সরকার, বেনজীর আহমেদসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এছাড়া, এই মামলায় চারজন অভিযুক্তকে কারাগার থেকে প্রোডাকশন ওয়ারেন্ট মূলে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে এ মামলা দায়ের করা হয়। আদালতের আদেশ অনুযায়ী, আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার এবং বেনজীর আহমদ।
এছাড়া, অন্য মামলায় কারাগারে থাকা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহিদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের এই সিদ্ধান্তের পর মামলাটির প্রক্রিয়া আরও ত্বরান্বিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.