এ প্রজন্মের জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। তার অভিনয় দক্ষতা দিয়ে তিনি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। ‘কাভি মে কাভি তুম’ নাটকে অভিনয় করে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। এবার পাকিস্তানের গণ্ডি পেরিয়ে হানিয়াকে দেখা যাবে বলিউডের পর্দায়।
পাকিস্তানি এক গণমাধ্যমের প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে, হানিয়া এখন বলিউডে তার বহুল প্রতীক্ষিত অভিষেকের জন্য প্রস্তুত।
জানা গেছে, হানিয়া আমির অভিনীত বলিউড সিনেমার নাম ‘সরদার জি ৩’। ইতিমধ্যে অভিনয়শিল্পী চূড়ান্ত করে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। এই পাঞ্জাবি সিনেমায় হানিয়ার বিপরীতে নায়ক হিসেবে দেখা যাবে ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জকে। এ ছাড়াও চমক হিসেবে সিনেমাটিতে থাকছেন পাঞ্জাবি সুপারস্টার নিরু বাজওয়া।
তবে সিনেমার নায়ক চরিত্রে অভিনয় করা দিলজিৎ জানিয়েছেন চলতি বছরের জুনেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘সরদার জি ৩’।
‘সর্দার জি’ সিরিজের প্রথম সিনেমা মুক্তি পেয়েছিল ২০১৫ সালে। দ্বিতীয় কিস্তি ২০১৬ সালে মুক্তি পায়। প্রথম কিস্তিতে অভিনয় করলেও দ্বিতীয় কিস্তিতে অভিনয় করেননি দিলজিৎ। এবার তৃতীয় কিস্তিতে হানিয়া আমিরকে নিয়ে ফিরছেন এ গায়ক-অভিনেতা।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.