
রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের চারতলা ভবনের নিচতলায় জেনারেটর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সোমবার (১০ মার্চ) সকাল ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। দুপুরে ফায়ার সার্ভিসের মিডিয়া সেন্টারের কর্মকর্তা তালহা বিন জুবায়ের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আগারগাঁও এলাকায় মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন লাগার খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরবর্তীতে সকাল ৯টা ৩৬ মিনিটের মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্ত অনুযায়ী, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে জাদুঘরের অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রাথমিক তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.