ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন আবেদনের আহ্বান জানিয়ে আজ সোমবার নির্বাচন কমিশন (ইসি) একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নতুন কোনো রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আগামী ২০ এপ্রিলের মধ্যে আবেদন করতে পারবে।
বর্তমানে দেশে মোট ৫৪টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। নতুন দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হলে এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং এরপর থেকে বেশ কয়েকটি নতুন দল নিবন্ধন লাভ করে। এর মধ্যে রয়েছে এবি পার্টি, নুরুল হক নুরের গণঅধিকার পরিষদ (জিওপি), মাহমুদুর রহমানের নাগরিক ঐক্য এবং গণসংহতি আন্দোলন।
এদিকে, জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করার প্রস্তুতি নিচ্ছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.