রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে (বর্তমানে বিজিবি) সংঘটিত হত্যাকাণ্ডের তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট ১৫ জন ব্যক্তিকে সাক্ষ্য দেওয়ার আহবান জানিয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন।
শনিবার (৮ মার্চ )এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে কমিশন।
এতে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৫ জনকে সাক্ষ্য দেওয়ার আহবান জানানো হয়েছে। কমিশন সময়ের সীমাবদ্ধতার কারণে এসব ব্যক্তিদের সাক্ষ্যগ্রহণ কার্যক্রম চলতি বছরের ৩১ মার্চের মধ্যে সম্পন্ন করতে চায়। তাই সাক্ষীগণকে তাদের সুবিধানুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশের ৭ দিনের মধ্যে প্রস্তাবিত সময়সূচি ফোন অথবা ই-মেইল অথবা পত্রের মাধ্যমে কমিশনের ঠিকানায় লিখিতভাবে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
শেখ হাসিনা ছাড়াও আরও যাদেরকে সাক্ষ্য দেওয়ার আহবান জানানো হয়েছে তারা হলেন- সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ফজলে নূর তাপস, গোপালগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক, জামালপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মির্জা আজম, ঢাকা-৮ আসনের সাবেক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ৪৪ রাইফেল ব্যাটালিয়নের তৎকালীন অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মুহাম্মদ শামসুল আলম, ডিজিএফআই’র সাবেক ডিজি (মহাপরিচালক) লে. জেনারেল (অব.) মোল্লা ফজলে আকবর, সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) মঈন উ আহমেদ, সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ, র্যাবের সাবেক ডিজি ড. হাসান মাহমুদ খন্দকার, সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল কাহহার আকন্দ, সাবেক পুলিশ মহাপরিদর্শক নুর মোহাম্মদ, সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম।
সাক্ষ্য প্রদানের জন্য আগ্রহী ব্যক্তিরা +৮৮০১৭১৪০২৬৮০৮ এই মোবাইল নম্বর অথবা [email protected] ঠিকানায় ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। এ ছাড়া কমিশনের কার্যালয় বিআরআইসিএম ভবন, সপ্তম তলা, (সায়েন্স ল্যাবরেটরি) ড. কুদরত-ই-খুদা রোড, ধানমন্ডি, ঢাকা-১২০৫ এসেও সাক্ষী দিতে পারবেন। এছাড়াও অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষ্য প্রদান করতে পারবেন।
প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানা সদর দপ্তরে সংঘটিত হত্যাকাণ্ডের সত্যতা উদঘাটন, ষড়যন্ত্রকারী, ইন্ধনদাতা, ঘটনা সংশ্লিষ্ট দেশি বিদেশী অপরাধী ব্যাক্তি, গোষ্ঠী, সংস্থা প্রতিষ্ঠান চিহ্নিতকরণের লক্ষ্যে গত বছরের ২৪ ডিসেম্বর ‘জাতীয় স্বাধীন তদন্ত কমিশন’ গঠন করে অন্তর্বর্তী সরকার। সাত সদস্যের কমিটির প্রধান করা হয়েছে বিডিআরের (বর্তমানে বিজিবি) সাবেক মহাপরিচালক আ ল ম ফজলুর রহমানকে। ইতোমধ্যে কমিশন ৩৭ জনের সাক্ষ্য নিয়েছে বলে কিছুদিন আগে জানানো হয়। কমিশন গঠনের তিন মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.