আপনার অনুমতি ছাড়া কেউ কি গোপনে আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে? এটি জানা অত্যন্ত জরুরি, কারণ আপনার ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তার জন্য এটি হুমকি হতে পারে। অন্য কেউ আপনার হোয়াটসঅ্যাপ মনিটর করলে বড় ধরনের বিপদের আশঙ্কা থাকে।
আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কেউ ব্যবহার করছে কিনা তা যাচাই করতে—
১. অ্যাপের উপরের ডান কোণে তিনটি ডটে ক্লিক করুন।
২. ‘Linked Devices’ অপশনে যান।
3. এখানে দেখুন, আপনার হোয়াটসঅ্যাপের সঙ্গে কী কী ডিভাইস সংযুক্ত রয়েছে।
4. যদি কোনো অপরিচিত ডিভাইস বা ব্রাউজার সংযুক্ত দেখতে পান, তাহলে সেটি তাৎক্ষণিকভাবে লগ আউট করুন।
5. নিজের ব্রাউজারের পাশাপাশি অন্য কোনো সন্দেহজনক ডিভাইস দেখলে সবগুলো সংযোগ বিচ্ছিন্ন করে দিন।
একাধিক ডিভাইসে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করে থাকলে, কাজ শেষ হওয়ার পর প্রতিটি ডিভাইস থেকে লগ আউট করা বাধ্যতামূলক।
কম্পিউটারে খোলা হোয়াটসঅ্যাপে ডান দিকে তিনটি ডট ক্লিক করুন → Settings → Privacy → Screen Lock অপশনে যান। এখানে নিজের পছন্দমতো পাসওয়ার্ড সেট করুন। এতে কেউ আপনার অ্যাকাউন্টে প্রবেশ করলেও চ্যাট দেখতে পারবে না।
হোয়াটসঅ্যাপের সব চ্যাট এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড, কিন্তু আরও নিরাপত্তার জন্য টু-স্টেপ ভেরিফিকেশন চালু করুন।
যেভাবে করবেন:
আপনার ফোনের মতো হোয়াটসঅ্যাপেও ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি লক সেট করুন, যাতে অন্য কেউ আপনার অনুমতি ছাড়া অ্যাপটি খুলতে না পারে।
হোয়াটসঅ্যাপে বা ইমেইলে অজানা লিঙ্ক পেলে সেটিতে ক্লিক করবেন না। এতে ম্যালওয়্যার ইনস্টল হতে পারে, যা আপনার ফোন ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে হ্যাকিংয়ের ঝুঁকিতে ফেলতে পারে।
আপনার হোয়াটসঅ্যাপ সুরক্ষিত রাখতে এই নিয়মগুলো মেনে চলুন এবং সবসময় সতর্ক থাকুন
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.