বলিউডের আইকনিক ফ্র্যাঞ্চাইজি ‘ডন’ প্রথমবার যখন মুক্তি পায়, তখন শাহরুখ খান দেখিয়ে দেন, তিনি শুধু রোমান্সের বাদশাই নন, অ্যাকশন সিনেমাতেও অসাধারণ। ‘ডন’ ও ‘ডন ২’ দর্শকদের মুগ্ধ করেছিল, তাই সবাই অধীর আগ্রহে অপেক্ষায় ছিল ‘ডন ৩’-এর জন্য।
পরিচালক ফারহান আখতার গত বছর ঘোষণা দেন, ‘ডন ৩’ আসছে, তবে এবার শাহরুখের পরিবর্তে প্রধান চরিত্রে থাকছেন রণবীর সিং। তার বিপরীতে কিয়ারা আদভানির নাম ঘোষণা করা হয়েছিল।
কিন্তু সম্প্রতি জানা গেছে, ‘ডন ৩’ থেকে সরে দাঁড়িয়েছেন কিয়ারা।
🔹 কিয়ারা ও সিদ্ধার্থ মালহোত্রা সম্প্রতি তাদের প্রথম সন্তানের আগমনের ঘোষণা দিয়েছেন।
🔹 মাতৃত্বের কারণে কিয়ারা বর্তমানে নিজের স্বাস্থ্যের দিকে বেশি মনোযোগ দিচ্ছেন।
🔹 সিনেমার অ্যাকশনধর্মী চরিত্রের জন্য অনেক কষ্টসাধ্য প্রস্তুতির দরকার হয়, যা এখন তার পক্ষে সম্ভব নয়।
🔹 তাই তিনি নিজেই ‘ডন ৩’ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
যদিও তিনি ‘ডন ৩’ থেকে সরে গেছেন, তবে আগের কিছু চলমান কাজ শেষ করবেন, যেমন—
✔ ‘ওয়ার ২’
✔ ‘টক্সিক’
২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে:
✔ ‘শক্তিশালিনী’
✔ ‘ধুম ৪’
তবে সন্তান জন্মের পর কিয়ারা এই সিনেমাগুলো করবেন কি না, সে বিষয়ে এখনো কিছু নিশ্চিত নয়।
এক্সেল এন্টারটেইনমেন্ট আগেই ঘোষণা দিয়েছিল, ‘ডন ইউনিভার্স’-এ কিয়ারাকে স্বাগতম।
❗ কিন্তু এখন নতুন নায়িকা কে হবেন, তা জানা যায়নি।
নির্মাতাদের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে কিয়ারা সরে যাওয়ার পর কাদের কাস্ট করা হবে, তা নিয়ে বলিউডে চলছে জোর গুঞ্জন।
আপডেটের জন্য দর্শকদের অপেক্ষায় থাকতে হবে
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.