বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) সংলগ্ন ‘শহীদ আবু সাঈদ’ মসজিদে অজুখানা নির্মাণ করে দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের উদ্যোগে মসজিদের অজুখানার উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বেরোবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. সোহেল রানা ও সাধারণ সম্পাদক মো. সুমন সরকার।
স্থানীয় মুসল্লিদের সুবিধার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে। জানা যায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কমোড় এলাকায় ওয়াক্তিয়া নামাজ আদায়ের জন্য মুসল্লিরা এই মসজিদটি ব্যবহার করেন। তবে এতদিন মসজিদে অজুখানার ব্যবস্থা না থাকায় মুসল্লিদের টিউবওয়েল দিয়ে কষ্ট করে অজু করতে হতো। এই সমস্যা দূর করতে ছাত্রশিবির মসজিদে একটি অজুখানা নির্মাণ করে দেয়।
এ বিষয়ে বেরোবি শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মো. সুমন সরকার বলেন, "ছাত্রশিবির সবসময় ছাত্র ও জনগণের কল্যাণে কাজ করে। শহীদ আবু সাঈদ মসজিদে দীর্ঘদিন ধরে মুসল্লিদের অজু করতে অসুবিধা হচ্ছিল। এই সমস্যা দূর করতে আমরা অজুখানা নির্মাণের উদ্যোগ নিয়েছি। ছাত্রশিবির ভবিষ্যতেও জনকল্যাণমূলক কাজ চালিয়ে যাবে, ইনশাআল্লাহ।"
বেরোবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. সোহেল রানা বলেন, "এই মসজিদে আগে অজুর পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। মুসল্লিদের টিউবওয়েল দিয়ে কষ্ট করে অজু করতে হতো। মুসল্লিদের সুবিধার কথা চিন্তা করে আমরা এই অজুখানা নির্মাণ করেছি। ছাত্রশিবির সবসময় মানুষের সেবায় কাজ করে এবং ভবিষ্যতেও এমন কাজ অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।"
ছাত্রশিবিরের এই উদ্যোগ স্থানীয় মুসল্লিদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তারা ছাত্রশিবিরকে ধন্যবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কাজ চালিয়ে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.