আগামী দুই দিনের মধ্যে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
সোমবার রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
এ সময় শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
তেলের সরবরাহ ও দাম নিয়ে কী বললেন উপদেষ্টা?
সয়াবিন তেলের সরবরাহ কিছুটা কম হলেও দ্রুতই স্বাভাবিক হবে বলে আশ্বাস দিয়েছেন।
পামওয়েল সরকারের নির্ধারিত দামের চেয়ে ২৫ টাকা কমে বিক্রি হচ্ছে, যা ইতিবাচক।
বাজারে ভোজ্যতেলের ৬০% পামওয়েল, তাই দাম কিছুটা কমেছে।
আশা করা হচ্ছে সয়াবিন তেলের দামও দ্রুত কমবে।
পবিত্র রমজান মাসে খাদ্যে ভেজাল রোধে বিএসটিআই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে।
আজ চারটি বাজারে অভিযান পরিচালিত হয়েছে, যা চলমান থাকবে।
শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান
বিএসটিআই মহাপরিচালক এস এম ফেরদৌস আলম
দুই দিনের মধ্যে সয়াবিন তেলের সংকট কেটে যাবে
পামওয়েলের দাম কমেছে, সয়াবিনের দামও কমার আশা
বাজারে ভেজালবিরোধী অভিযান চলছে
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.