সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবার (১ মার্চ) থেকে মধ্যপ্রাচ্যে রোজা শুরু হবে।
গালফ নিউজ জানিয়েছে, সৌদি আরব সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে ১ মার্চ (শনিবার) হবে রমজান মাসের প্রথম দিন। ইনসাইড দ্য হারামাইনের ফেসবুক পেজেও সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, আজ শুক্রবার চাঁদ দেখা যাওয়ায় শাবান মাস ২৯ দিনে শেষ হচ্ছে এবং শনিবার থেকে শুরু হচ্ছে রমজান।
এ বছর সবার আগে রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেয় অস্ট্রেলিয়া। এরপর বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়াও একই ঘোষণা দেয়। তবে ইন্দোনেশিয়ার প্রতিবেশী ব্রুনাই ও মালয়েশিয়ায় চাঁদ দেখা না যাওয়ায় সেখানে ২ মার্চ থেকে রমজান শুরু হবে।
ফিলিপাইনও জানায়, তাদের দেশে আজ রাতে চাঁদ দেখা যায়নি। পাকিস্তানেও একই অবস্থা, ফলে সেখানে রমজান একদিন পরে শুরু হবে।
অন্যদিকে, আফ্রিকার দেশ তানজানিয়া ও ইথিওপিয়ায় চাঁদ দেখা যাওয়ায় সেখানেও শনিবার থেকে রমজান শুরু হবে। ফ্রান্সও একই দিনে রোজা শুরুর ঘোষণা দিয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.