মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার প্রথম বৈঠকে সাংবাদিকদের প্রবেশ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। হোয়াইট হাউজ কর্তৃপক্ষ রয়টার্স, এপি, হাফপোস্ট এবং জার্মান সংবাদপত্র ট্যাগেসপিগেলের সাংবাদিকদের প্রবেশে বাধা দিয়েছে। এই সিদ্ধান্তটি ট্রাম্প প্রশাসনের নতুন মিডিয়া কভারেজ নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ বলে রয়টার্স জানিয়েছে।
এই বৈঠকে শুধুমাত্র এবিসি, নিউজম্যাক্স, অ্যাক্সিওস, ব্লেজ, ব্লুমবার্গ নিউজ এবং এনপিআর-এর প্রতিনিধিদের প্রবেশের অনুমতি দেওয়া হয়। ঐতিহ্যগতভাবে, হোয়াইট হাউজ কোরেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন (ডব্লিউএইচসিএ) প্রেসিডেন্টের প্রেস পুলের সঙ্গে সমন্বয় করে কোন গণমাধ্যমগুলোকে অনুষ্ঠান কভার করার অনুমতি দেওয়া হবে তা নির্ধারণ করে। এপি, ব্লুমবার্গ এবং রয়টার্স সাধারণত হোয়াইট হাউজ পুলের স্থায়ী সদস্য হিসেবে কাজ করে থাকে।
এই ঘটনাটি ট্রাম্প প্রশাসনের মিডিয়া সম্পর্কিত নীতির একটি অংশ হিসেবে দেখা যাচ্ছে, যেখানে নির্দিষ্ট কিছু গণমাধ্যমকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং অন্যরা বাদ পড়ছে। এই ধরনের সিদ্ধান্ত প্রেস স্বাধীনতা এবং গণমাধ্যমের প্রবেশাধিকারের বিষয়ে প্রশ্ন তুলেছে। অনেক বিশ্লেষক মনে করছেন যে, এটি ট্রাম্প প্রশাসনের গণমাধ্যমের প্রতি বৈরী মনোভাবের প্রতিফলন।
এই ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেস স্বাধীনতা এবং সরকারের স্বচ্ছতার বিষয়ে বিতর্কের সৃষ্টি করেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন যে, এই ধরনের সিদ্ধান্ত গণতান্ত্রিক মূল্যবোধ এবং তথ্য প্রকাশের স্বাধীনতার সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.