বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হলে তা দেশে স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের প্রক্রিয়ায় পরিণত হবে। তিনি এ ধরনের নির্বাচনকে গণতন্ত্রকামী মানুষের আকাঙ্ক্ষার বিরোধী বলে অভিহিত করেছেন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় সংসদ ভবনের এলডি হলে বিএনপির বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, "গণতন্ত্রকামী জনগণ মনে করেন, স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হলে তা সারাদেশে পলাতক স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের একটি প্রক্রিয়ায় পরিণত হবে। এটি সরাসরি গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরোধী। গণহত্যাকারী, টাকাপাচারকারী, দুর্নীতিবাজ মাফিয়া চক্রকে পুনর্বাসনের এই ফাঁদে বিএনপি পা দেবে না।"
তিনি আরও বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার করা হবে। "বিএনপি জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। আগামী জাতীয় নির্বাচনে বিএনপি জনরায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গণহত্যাকারী ও মানবতাবিরোধী অপরাধীদের বিচারের মুখোমুখি করবে।"
অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, "সারাদেশে গণহত্যাকারীদের দোসর মাফিয়া চক্রকে পুনর্বাসনের জন্য 'স্থানীয় নির্বাচন' অনুষ্ঠানের পরিকল্পনা থেকে সরে আসুন। অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের আগামী দিনের সুনির্দিষ্ট 'কর্মপরিকল্পনার রোডম্যাপ' ঘোষণা করুন।"
তারেক রহমানের এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সূত্রপাত করেছে। বিএনপির নেতৃত্বে অনুষ্ঠিত এই সভায় দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.