প্রেমের টানে মানুষ কত কিছুই না করে! ছোটবেলায় রূপকথার গল্পে পড়েছিলাম, রাজকুমার সাত সমুদ্র তের নদী পাড়ি দিয়ে রাজকন্যাকে আনতে গিয়েছিলেন। বাস্তবে এমন কোনো রাজকুমারের খোঁজ না মিললেও, এবার প্রকৃতিতেই দেখা মিলেছে এক সত্যিকারের প্রেমিকের— তবে সে মানুষ নয়, একটি হাম্পব্যাক তিমি!
এই প্রেমিক তিমি ১৩ হাজার ৪৬ কিলোমিটার (৮ হাজার ১০৬ মাইল) পাড়ি দিয়ে দক্ষিণ আমেরিকা থেকে আফ্রিকার উপকূলে পৌঁছেছে। গবেষকরা বলছেন, এটাই এখন পর্যন্ত কোনো তিমির সবচেয়ে দীর্ঘ ভ্রমণের রেকর্ড! এই যাত্রা শুধু প্রেমের নয়, তিমিদের অভিবাসন ক্ষমতার নতুন এক দিকও উন্মোচন করেছে।
এই অসাধারণ ঘটনার বিস্তারিত উঠে এসেছে রয়্যাল সোসাইটি ওপেন সায়েন্স-এ প্রকাশিত এক গবেষণাপত্রে। গবেষণা অনুযায়ী, এটাই প্রথমবার কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ হাম্পব্যাক তিমিকে প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরের মধ্যে পাড়ি দিতে দেখা গেল।
সামুদ্রিক জীববিজ্ঞানী টেড চিজম্যানের প্রতিষ্ঠিত হ্যাপি হোয়েল প্ল্যাটফর্ম ব্যবহার করে গবেষকরা তিমিটির গতিবিধি পর্যবেক্ষণ করেছেন।
সাধারণত একটি প্রাপ্তবয়স্ক হাম্পব্যাক তিমি ৮ হাজার কিলোমিটারের মধ্যেই ঘোরাফেরা করে, কিন্তু এই তিমিটির যাত্রাপথ ছিল প্রায় তার দ্বিগুণ!
গবেষকদের মতে, তিমিটি তার সঙ্গীর খোঁজে প্রজনন ক্ষেত্র বদলাতে পারে, অথবা কলম্বিয়ায় খাদ্যের ঘাটতি ও প্রতিযোগিতার কারণে নতুন আশ্রয় খুঁজছিল।
গবেষক চিজম্যান বলেন,
“তিমিরা স্বতন্ত্র ব্যক্তিত্বের অধিকারী এবং অবিশ্বাস্য সব কাজ করতে সক্ষম। মহাসাগরগুলো একে অপরের সঙ্গে সংযুক্ত, তাই মাঝে মাঝে তারা নিজেদের সীমারেখা ছাড়িয়ে যায়।”
সাধারণত তিমিরা প্রতি বছর নির্দিষ্ট প্রজনন অঞ্চলে ফিরে আসে, কিন্তু এই তিমিটি দুটি ভিন্ন মহাসাগরের দুই প্রজনন ক্ষেত্রের মধ্যে বিচরণ করেছে। গবেষকরা বলছেন, এটি তিমিদের অভিবাসন ও প্রজনন আচরণে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে।
হ্যাপি হোয়েল প্ল্যাটফর্মে বর্তমানে প্রায় ১ লাখ ৯ হাজার তিমির তথ্য সংরক্ষিত রয়েছে। তবে এই বিশেষ তিমিটি এখন কোথায় রয়েছে, তা অজানা। গবেষকরা এখনো তার সন্ধান চালিয়ে যাচ্ছেন।
গবেষণা বলছে, তিমিদের এই অস্বাভাবিক অভিবাসনের ফলে ভবিষ্যতে বিভিন্ন অঞ্চলের তিমিদের মধ্যে আরও বেশি সংযোগ তৈরি হতে পারে।
একটা তিমিও যদি ভালোবাসার জন্য এমন পথ পাড়ি দিতে পারে, তাহলে মানুষ তো বটেই!
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.