রাশিয়ার বিরুদ্ধে টানা তিন বছর ধরে প্রতিরোধ গড়ে তোলা ইউক্রেনীয়দের প্রশংসায় ভাসিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিয়েভে ২৪ ফেব্রুয়ারি দেওয়া এক ভাষণে তিনি ইউক্রেনের প্রতিরোধ, সাহসিকতা ও আত্মত্যাগের কথা উল্লেখ করে বলেন—
"তিন বছরের প্রতিরোধ, তিন বছরের কৃতজ্ঞতা, তিন বছরের পরম বীরত্ব।"
তিনি আরও বলেন, "যারা এই প্রতিরোধে অবদান রেখেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই।"
রুশ আগ্রাসনের তৃতীয় বর্ষপূর্তিতে ইউক্রেনের প্রতি সমর্থন জানাতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা কিয়েভ সফর করেন।
ইইউ কমিশনের প্রধান উরসুলা ভন ডের লেইন ট্রেনে কিয়েভে পৌঁছে বলেন—
"ইউক্রেন শুধু নিজের টিকে থাকার জন্য লড়াই করছে না, ইউরোপের ভাগ্যও এই যুদ্ধে জড়িয়ে আছে।"
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) -এ লেখেন—
"আমরা আজ কিয়েভে আছি, কারণ ইউক্রেনই ইউরোপ। এই লড়াই শুধু ইউক্রেনের নয়, পুরো ইউরোপের ভবিষ্যতের জন্যও গুরুত্বপূর্ণ।"
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর ঘোষণা দেন, তখন থেকেই এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাতে পরিণত হয়।
"ইউক্রেনে, ইউক্রেন সম্পর্কে, ইউক্রেনের সঙ্গে।"
তার এই মন্তব্য মূলত সাবেক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন যুদ্ধ নিয়ে বিতর্কিত অবস্থানের বিরুদ্ধে কড়া বার্তা হিসেবে দেখা হচ্ছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.