"আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ..."—কেবল ভালো সময়ে নয়, দুঃসময়ে পাশে থাকাটাই আসল ভালোবাসার পরিচয়। ক্রিকেট মাঠে একসময় রানখরায় ভুগছিলেন বিরাট কোহলি। গুঞ্জন উঠেছিল দলে জায়গা হারানোর। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে স্বরূপে ফিরেছেন এই ব্যাটসম্যান। এমন দিনে স্বামীকে ভালোবাসা জানাতে ভুল করেননি বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা।
সাধারণত বড় ম্যাচগুলোতে স্বামীকে উৎসাহ দিতে মাঠে হাজির হন আনুশকা। অতীতেও তিনি সিনেমার শুটিং ফেলে কোহলির খেলা দেখতে গেছেন। তবে এবার বিসিসিআই-এর কড়া নির্দেশনা থাকায় স্ত্রীদের সফরসঙ্গী করা নিষিদ্ধ ছিল, তাই সরাসরি উপস্থিত থাকতে পারেননি তিনি।
তবে দূর থেকেও স্বামীর খেলা উপভোগ করেছেন আনুশকা। ম্যাচ শেষ হওয়ার পরই কোহলিকে ফোন দিয়ে অভিনন্দন জানান। হয়তো মনে মনে তাকে জড়িয়ে ধরার অনুভূতি-ও পৌঁছে দিয়েছেন, যা কোহলি ঠিকই বুঝতে পেরেছেন।
কোহলির প্রতি সেই ভালোবাসা এবার প্রকাশ্যে এনেছেন আনুশকা। ইনস্টাগ্রামে কোহলির একটি হাস্যোজ্জ্বল ছবি শেয়ার করেছেন, যেখানে কোহলিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চোখ টিপতে দেখা যায়—যা ইঙ্গিত দেয়, "ঠিকঠাক কাজ সেরেছি!" আনুশকা এই ছবির ক্যাপশনে ভালোবাসার ইমোজি দিয়ে প্রকাশ করেছেন তার অনুভূতি, যা ভক্তদের মধ্যে ব্যাপক আলোড়ন ফেলেছে।
দীর্ঘদিন পর ব্যাটে রান পাওয়া নিয়ে ম্যাচ শেষে কোহলি বলেন—
"আমার খেলা সম্পর্কে ভালো বোঝাপড়া রয়েছে। বাইরের কথায় কান না দিয়ে নিজের শক্তির ওপর ভরসা রাখাটাই আসল। আমার কাজ হলো বর্তমানে থাকা এবং দলের জন্য পারফর্ম করা।"
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.