জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি ‘টগর’ সিনেমায় চুক্তিবদ্ধ হলেও শেষ পর্যন্ত তিনি এতে অভিনয় করছেন না। তার পরিবর্তে সিনেমাটিতে নায়িকা হিসেবে যুক্ত হয়েছেন পূজা চেরী।
কেন বাদ দেওয়া হলো দীঘিকে?
সিনেমার পরিচালক আলোক হাসান জানিয়েছেন, দীঘির অপেশাদার আচরণ এর কারণেই তাকে বাদ দেওয়া হয়েছে। ২২ ফেব্রুয়ারি সিনেমাটির নতুন মোশন পোস্টার প্রকাশের মাধ্যমে এই পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করে প্রযোজনা সংস্থা এ আর মুভি নেটওয়ার্ক।
প্রযোজনা প্রতিষ্ঠানটির অভিযোগ, দীঘি—
তারা আরও দাবি করে, দীঘিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানানো হয় ২২ জানুয়ারি, এবং তিনি পরিচালকের সঙ্গে ২০ মিনিটের ফোনালাপের মাধ্যমে বিষয়টি মেনে নেন। এরপর সহশিল্পী আদর আজাদের সঙ্গেও ৩৪ মিনিট ফোনে কথা বলেন।
দীঘির প্রতিক্রিয়া ও পাল্টা হুমকি
দীঘি বিষয়টি ভালোভাবে নেননি এবং শিল্পী সমিতিতে অভিযোগ জানানোর কথা বলেছেন। এছাড়া, মানহানির অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছেন।
এতে ক্ষুব্ধ হয়ে প্রযোজনা প্রতিষ্ঠান দীঘির বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছে এবং হুঁশিয়ারি দিয়েছে,
"তিনি যদি এ বিষয়ে আর জল ঘোলা করেন, তাহলে ২২ জানুয়ারির কথোপকথনের অডিও অনলাইনে প্রকাশ করা হবে।"
দীঘির অতীত বিতর্ক
এটাই প্রথম নয়, এর আগেও দীঘি সিনেমা সংশ্লিষ্ট বিতর্কে জড়িয়েছেন—
সিনেমা সংশ্লিষ্ট এই বিরোধের পরিপ্রেক্ষিতে এখনো দীঘির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে, পুরো বিষয়টি নিয়ে বিনোদন অঙ্গনে বেশ আলোচনা চলছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.