সাবেক প্রধানমন্ত্রীর বেসামরিক, শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান, তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সহযোগীদের নামে থাকা ৩৫৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
আদালতের আদেশ ও দুদকের আবেদন
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন।
দুদকের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আক্কাস আলী জানান, দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন এ সংক্রান্ত আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।
অভিযোগ ও অনুসন্ধান
আবেদনে বলা হয়, সালমান এফ রহমান ও তার সহযোগীদের বিরুদ্ধে—
দুদকের অনুসন্ধানে এসব লেনদেনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক হিসাবগুলোর তথ্য পাওয়া যায়।
হস্তান্তরের চেষ্টা ও আদালতের সিদ্ধান্ত
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অভিযুক্তরা ব্যাংক হিসাব স্থানান্তর বা রূপান্তরের চেষ্টা করছেন। যদি তারা সফল হন, তবে—
তাই সুষ্ঠু অনুসন্ধান ও ন্যায়বিচারের স্বার্থে আদালত ৩৫৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেন।
গ্রেফতার ও কারাবাস
এর আগে, গত ১৩ আগস্ট, রাজধানীর সদরঘাট এলাকা থেকে নৌপথে পালানোর সময় সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.