বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ ও রেলপথ অবরোধ করেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাইটেক পার্ক রেলস্টেশন এলাকায় এ অবরোধ পালন করা হয়। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হয়েছে।
শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি (বিডিইউ) থেকে পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণ করা হয়েছে, যা তাদের মেনে নেওয়া সম্ভব নয়। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি রাখতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে সংশোধিত নামে গেজেট প্রকাশ করতে হবে।
এর আগে গত কয়েক দিন ধরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করে আসছিলেন। তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছিলেন। সোমবার সকালে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে হাইটেক রেলস্টেশনের সামনে রেললাইন অবরোধ করে অবস্থান নেন।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী জানান, শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করায় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন কিছু সময় আটকে ছিল। পরে ট্রেনটি ছেড়ে দেওয়া হলেও ওই রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়। এরপর থেকেই শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে আসছেন। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনার দাবি জানিয়ে ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.