রংপুরে ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর টাউন হলের সামনের সড়ক বন্ধ করে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থী এতে অংশ নেন।
শিক্ষার্থীরা মুখে কালো কাপড় বেঁধে রাস্তায় বসে ধর্ষণের প্রতিবাদ জানান এবং ধর্ষকদের ফাঁসির দাবিতে স্লোগান দেন। তাদের স্লোগানের মধ্যে ছিল— ‘ধর্ষকের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ধর্ষকের ফাঁসি চাই’, ‘আমার বোন ধর্ষিত কেন, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই’। পরে ধর্ষকের প্রতীকী কুশপুত্তলিকার ফাঁসি দেওয়া হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে এ বিক্ষোভের আয়োজন করা হয়। ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে স্কুল-কলেজের শিক্ষার্থীরা নগরীর টাউন হলের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। তারা ‘ধর্ষকমুক্ত দেশ চাই’, ‘ধর্ষকের ফাঁসি চাই’ লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন।
বিক্ষোভে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক ইমরান আহমেদ ও মহানগর আহ্বায়ক ইমতিয়াজ ইমতি। তারা ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিক্ষোভ শেষে একটি মিছিল রংপুর প্রেসক্লাব মোড়ে এসে শেষ হয়।
বিক্ষোভকারীরা বলেন ‘‘দেশে দিন দিন ধর্ষণের সংখ্যা বেড়েই চলেছে, কিন্তু প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। তারা নীরব ভূমিকা পালন করছে। নারীদের নিরাপত্তা নিশ্চিত না করতে পারলে ছাত্র-জনতা বসে থাকবে না।’’
শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি জানান।
দেশজুড়ে ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় সামাজিক আন্দোলন ও প্রতিবাদের ঢেউ চলমান রয়েছে। রংপুরের এ বিক্ষোভ তারই ধারাবাহিকতা।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.