ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মো. সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৮ হাজার ১৩৩ কোটি ৫৬ লাখ ৭২ হাজার টাকা মূল্যের শেয়ার অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দিয়েছেন।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ জারি করেন।
দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক তাহাসিন মুনাবীল হক শেয়ার অবরুদ্ধ করার জন্য আদালতে আবেদন করেন। আদালত শুনানি শেষে আবেদন মঞ্জুর করে শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়, এস আলম গ্রুপের চেয়ারম্যান মো. সাইফুল আলমের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান চলছে।
অনুসন্ধানে দেখা গেছে, সাইফুল আলম ও তার সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন ব্যাংক থেকে নামে ও বেনামে অনিয়মিতভাবে ঋণ নিয়ে তা আত্মসাৎ করেছেন। এ অর্থ দিয়ে তারা নিজেদের ও পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ গড়ে তুলেছেন।
আবেদনে আরও উল্লেখ করা হয়, সাইফুল আলম ও তার পরিবারের সদস্যরা তাদের অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তর করার চেষ্টা করছেন। অনুসন্ধান শেষে মামলা দায়ের ও তদন্ত সম্পন্ন করে আদালতে চার্জশিট দাখিলের পর বিচার শেষে সরকারের অনুকূলে সম্পত্তি বাজেয়াপ্তের সুবিধার্থে শেয়ারগুলো অবরুদ্ধ করা জরুরি। এছাড়া শেয়ার থেকে উদ্ভূত মুনাফা ও অন্যান্য আয়ও অবরুদ্ধ করার অনুরোধ জানানো হয় আদালতে।
আদালতের এ আদেশ অনুযায়ী, সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের নামে থাকা শেয়ার এবং এর মাধ্যমে অর্জিত মুনাফা বা আয় জরুরি ভিত্তিতে অবরুদ্ধ করা হয়েছে। এ পদক্ষেপ অনুসন্ধান ও তদন্ত প্রক্রিয়া সহজ করতে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.