আগেই আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়েছিল, রাজধানীতে ২৪ ঘণ্টার মধ্যে বৃষ্টি হতে পারে। সেই পূর্বাভাস সত্যি হয়ে গেল। শনিবার (৯ ফাল্গুন) দুপুর দেড়টার দিকে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় বৃষ্টি নামে, যা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে রাজধানীর অন্যান্য অংশেও। দুপুর থেকে টিপটিপ বৃষ্টি শুরু হলেও সন্ধ্যার দিকে তা মুষলধারায় পরিণত হয়। সন্ধ্যা ৬টার দিকে কুড়িল বিশ্বরোডসহ বিভিন্ন এলাকায় ভারী বর্ষণ শুরু হয়।
গত কয়েক বছরের তুলনায় এবার শীতের বিদায় একটু আগেভাগেই হয়েছে। মাঘ মাস শেষ না হতেই রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। এমন সময়ে হঠাৎ ফাগুনের বৃষ্টি রাজধানীবাসীর জন্য স্বস্তি নিয়ে এলেও, পথচারীদের কিছুটা ভোগান্তিতে ফেলে দেয়। রাস্তায় থাকা সাধারণ মানুষ, ফুটপাতের ব্যবসায়ী ও খেটে খাওয়া শ্রমিকদের বৃষ্টির কারণে বিড়ম্বনায় পড়তে হয়। রিকশাচালকরা যেমন বৃষ্টিতে ভিজে যাত্রী নিয়ে ছুটেছেন, তেমনি পথচারীদের অনেককে ভিজেই গন্তব্যে পৌঁছাতে হয়েছে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে। এর প্রভাবে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি হতে পারে।
আগামীকাল (২৩ ফেব্রুয়ারি) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশাও পড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, ২৪ ফেব্রুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
পরবর্তী ৫ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.