মেডিক্যাল অ্যাসিস্টেন্ট ট্রেনিং স্কুল ও ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের প্রতিবাদে রংপুরের
মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকরা পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন। সকালে ঘন্টাব্যাপী রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল গেইটে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে রংপুর মেডিকেল কলেজ, প্রাইম মেডিকেল কলেজ, আর্মি মেডিকেল কলেজ ও রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের শিক্ষার্থী ও চিকিৎসকরা অংশ নেন। বিক্ষোভকারীরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে তাদের দাবি তুলে ধরেন এবং এমবিবিএস ও বিডিএস ছাড়া কেউ ডাক্তার হতে পারবেন না বলে জোরালো বক্তব্য রাখেন।
শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, "৬ মাসের কোর্স করে ডাক্তার হওয়ার সুযোগ দেওয়া হলে তা রোগীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে। এ ধরনের অপর্যাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের চিকিৎসা দেওয়ার ফলে ভুল চিকিৎসার মাধ্যমে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে।"
তারা আরও উল্লেখ করেন যে, চিকিৎসা পেশার মান বজায় রাখতে এবং রোগীদের সুরক্ষা নিশ্চিত করতে এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী চিকিৎসকদেরই কেবল চিকিৎসা সেবা দেওয়ার অনুমতি থাকা উচিত।
এ বিষয়ে রংপুর মেডিকেল কলেজের এক শিক্ষার্থী বলেন, "চিকিৎসা পেশা একটি মহান পেশা, এখানে কোনো ধরনের আপস চলবে না। আমরা চাই আমাদের দেশের প্রতিটি নাগরিক যেন যোগ্য চিকিৎসকের কাছ থেকে সঠিক চিকিৎসা সেবা পান।"
চিকিৎসক ও শিক্ষার্থীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা ।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.