আইসিসি ইভেন্টে বাংলাদেশ-ভারত মুখোমুখি হলেই এখন সেটা বাড়তি মাত্রা পায়। জুয়াড়ি চক্রগুলো সক্রিয় হয়ে ওঠে। ম্যাচের ফল, কোন পরিস্থিতিতে কী হবে—সব কিছু নিয়েই ধরা হয় বাজি। এবার চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ-ভারত ম্যাচে বেটিং কাণ্ডে তিন জুয়াড়িকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে ভারতীয় সংবাদমাধ্যমে গতকাল প্রকাশ পেয়েছে।
ভারতের গোয়া রাজ্যের পুরবরিম থানার পুলিশ পরিদর্শক রাহুল পরাবের বরাতে টাইমস অব ইন্ডিয়া গতকাল লিখেছে, বৃহস্পতিবার মধ্য রাতে পানাজির পিলেরনে গ্রামের এক বাড়িতে অভিযান চালিয়েছে গোয়া পুলিশ। পরাব, দুই উপপরিদর্শক সিতারাম মালিক ও অরুণ সিরোধকার, চার কনস্টেবল মহাদেব নাইক, আকাশ নাইক, নীতিশ গাউরে, সিদ্ধেশ নাইক—সাত জনের একটি পুলিশের দল ছিল সেই অভিযানে।
হাতেনাতে গ্রেপ্তারকৃত সেই তিন ব্যক্তি হলেন মাকসুদ মোদন (২৮), আসিফভাই জিয়াউদ্দিনভাই (২৫) ও রিজভান ভাশ (২০)। তারা প্রত্যেকেই জীবিকার তাগিদে গুজরাট থেকে গোয়ায় এসেছেন। তিন জুয়াড়ির থেকে চারটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, ইন্টারনেটের একটি রাউটার এবং ১ লাখ ১০ হাজার রুপি জব্দ করা হয়েছে। তাঁদের গতকাল আদালতে হাজির করানো হয়েছে।
দুবাইয়ে পরশু বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটের জয় দিয়ে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু করে ভারত। টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে ৪৯.৪ ওভারে ২২৮ রানে অলআউট হয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। রান তাড়া করতে নেমে ৪৬.৩ ওভারে ৪ উইকেটে ভারত করেছে ২৩১ রান। এই ম্যাচেই বাংলাদেশের তাওহিদ হৃদয় আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি (১১৮ বলে ১০০ রান)। পরে শুবমান গিল ১২৯ বলে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.