প্রথমবারের মতো ৩৬ দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের নতুন ফরম্যাট। লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ আট দল সরাসরি শেষ ষোলোতে পৌঁছেছে। নবম থেকে ২৪তম স্থানে থাকা ১৬টি দল প্লে-অফ খেলেছে, যেখানে বিজয়ী আটটি দল শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে।
সুইজারল্যান্ডের নিয়নে অনুষ্ঠিত ড্রয়ে নকআউট পর্বের প্রতিপক্ষ নির্ধারণ করা হয়েছে। এবার দলগুলো কোয়ার্টার-ফাইনালের টিকিট পেতে লড়াই করবে।
🔹 ক্লাব ব্রুজ 🆚 অ্যাস্টন ভিলা
🔹 বরুশিয়া ডর্টমুন্ড 🆚 লিল
🔹 রিয়াল মাদ্রিদ 🆚 আতলেতিকো মাদ্রিদ
🔹 বায়ার্ন মিউনিখ 🆚 বায়ার লেভারকুজেন
🔹 আর্সেনাল 🆚 পিএসভি আইন্দহোভেন
🔹 ফেইনুর্ড 🆚 ইন্টার মিলান
🔹 লিভারপুল 🆚 পিএসজি
🔹 বার্সেলোনা 🆚 বেনফিকা
শেষ ষোলো পর্বটি হোম ও অ্যাওয়ে ভিত্তিতে অনুষ্ঠিত হবে। দুই লেগ মিলিয়ে এগিয়ে থাকা দল কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নেবে।
নতুন ফরম্যাট অনুযায়ী, লিগ পর্বে প্রতিটি দল আগের ছয় ম্যাচের পরিবর্তে আটটি করে ম্যাচ খেলেছে, যা প্রতিযোগিতাকে আরও উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করেছে।
এবারের চ্যাম্পিয়ন্স লিগে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর মধ্যকার হাই-প্রোফাইল ম্যাচগুলো ফুটবলপ্রেমীদের জন্য দারুণ আকর্ষণীয় হতে চলেছে!
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.