গতকাল করাচিতে নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যে ‘এ’ গ্রুপের ম্যাচ দিয়ে শুরু হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। স্বাগতিক পাকিস্তানকে ৬০ রানে হারিয়ে টুর্নামেন্টে জয় দিয়ে চমক দেখিয়েছে নিউজিল্যান্ড। আজ দ্বিতীয় দিনে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রতিবেশি ও ঐতিহ্যবাহী প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভারত মুখোমুখি হয়েছে। টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশ-ভারত ম্যাচ সবসময়ই উত্তেজনায় পরিপূর্ণ থাকে। কাগজে-কলমে এবং পরিসংখ্যানে ভারত শক্তিশালী দল হিসেবে পরিচিত হলেও, বাংলাদেশের কাছে আইসিসি ইভেন্টে ভারতকে হারানোর স্মৃতি রয়েছে। তারুণ্য নির্ভর বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে এই টুর্নামেন্টে অংশ নিয়েছে। ভারত শক্তিমত্তায় এগিয়ে থাকলেও, বাংলাদেশের আত্মবিশ্বাস তুঙ্গে।
বাংলাদেশের একাদশ:
তানজিদ তামিম, সৌম্য সরকার, নাজমুল শান্ত (অধিনায়ক), মেহেদী মিরাজ, মুশফিকুর রহিম, জাকের আলী, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান।
ভারতের একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, অক্ষর প্যাটেল, হার্ডিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, হার্ষিত রানা, কুলদীপ যাদব।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.