জুলাই-আগস্ট গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক সেনা ও পুলিশ কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জুলাই-আগস্ট গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ মামলায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা ও পুলিশের ৮ কর্মকর্তাকে হাজির করা হয়েছে।এদের মধ্যে রয়েছেন এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
সকাল ১০টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে দুটি আলাদা প্রিজনভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয়।
যাদের হাজির করা হয়েছে:
এছাড়াও সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকেও হাজির করা হয়েছে। এর আগেও তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল।
গত বছরের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সারাদেশে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই মামলা দায়ের করা হয়। প্রসিকিউশনের পক্ষ থেকে এ বিষয়ে ১২৫টির মতো অভিযোগ জমা পড়ে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাও এ সংক্রান্ত অভিযোগ পেয়েছে।
গত ২৭ অক্টোবর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে অভিযুক্তদের হাজির করতে আদেশ দেন।পুলিশের সাবেক ১৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়, যাদের মধ্যে যারা গ্রেফতার হয়েছেন, তাদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.