আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এ অনুষ্ঠানে পদক প্রদান করবেন। বেলা ১১টায় শুরু হওয়া এ অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হবে।
বুধবার প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সেক্রেটারি ফয়েজ আহম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। সরকার বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এবার দেশের ১৮ বিশিষ্ট ব্যক্তি ও দলকে একুশে পদক প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।
পদকপ্রাপ্তদের তালিকা:
একুশে পদক বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জাতীয় পুরস্কার, যা ভাষা আন্দোলনের চেতনায় বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য প্রদান করা হয়। এবারের পদকপ্রাপ্তরা তাদের নিজ নিজ ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.