বাজেট সহায়তা কর্মসূচির আওতায় গৃহীত বিভিন্ন সংস্কার কার্যক্রম বাস্তবায়নে কখনও নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় লাগতে পারে। এ কারণেই বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) যৌথভাবে ২০২৪-২৫ অর্থবছরের জন্য নির্ধারিত দুটি কিস্তি একসঙ্গে ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে।
আইএমএফের চতুর্থ কিস্তির অর্থছাড় নিয়ে মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করে।
✔ আইএমএফের নির্ধারিত পর্যালোচনা মিশন এপ্রিল মাসে ঢাকায় আসবে।
✔ জুনে আইএমএফের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
✔ পর্ষদ সভার অনুমোদনের পর দুই কিস্তির অর্থ একসঙ্গে ছাড় করা হবে।
কিস্তি ছাড়ে বিলম্ব হওয়া নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোর পরিপ্রেক্ষিতেই অর্থ মন্ত্রণালয় এই ব্যাখ্যা দেয়
✔ ২০২৩ সালে বাংলাদেশের জন্য আইএমএফ ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণ অনুমোদন করে।
✔ এর মধ্যে তিন কিস্তিতে মোট ২৩০ কোটি ডলার ইতোমধ্যে ছাড় হয়েছে।
✔ আইএমএফ সাধারণত বাংলাদেশের অর্থনীতি মজবুত করার লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমের অগ্রগতি বিবেচনায় ঋণের অর্থ ছাড় করে।
🔹 আইএমএফ ও বাংলাদেশ সরকার সম্মত হয়েছে, ২০২৪-২৫ অর্থবছরের দুটি কিস্তি একসঙ্গে ছাড় করা হবে।
🔹 আইএমএফের পর্যালোচনা মিশন এপ্রিলে আসবে, আর পর্ষদ সভা জুনে হবে।
🔹 অনুমোদন পেলে জুন মাসেই দুই কিস্তির অর্থ ছাড় হবে।
🔹 ২০২৩ সালে ৪৭০ কোটি ডলার ঋণের মধ্যে তিন কিস্তিতে ২৩০ কোটি ডলার ইতোমধ্যে পাওয়া গেছে।
🔹 আইএমএফ অর্থছাড়ের আগে নির্ধারিত অর্থনৈতিক সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.