প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৪:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৮, ২০২৫, ৯:১৫ পি.এম
রাশিয়া-যুক্তরাষ্ট্র,চার ঘণ্টার বৈঠকে যে আলোচনা হলো

ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে সৌদি আরবে টানা চার ঘণ্টা বৈঠক করেছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল। এ আলোচনাকে ‘ইতিবাচক’ বলেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। খবর বিবিসির।
বৈঠকে অংশগ্রহণকারীরা
- মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও
- রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
- বৈঠকে ইউক্রেন ও ইউরোপের কোনো প্রতিনিধি ছিলেন না।
বিবিসির প্রতিনিধি টম ব্যাটম্যান জানিয়েছেন, মিটিংয়ের শুরুতে উভয় পক্ষ নিশ্চুপ বসে ছিলেন। এ সময় তিনি মার্কো রুবিওকে জিজ্ঞেস করেন, যুক্তরাষ্ট্র কি ইউক্রেনকে বঞ্চিত করছে কি না। তবে রুবিও কোনো উত্তর দেননি।
আলোচনার মূল বিষয়বস্তু
- আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও রাশিয়া একটি আলোচনার স্বার্থে দল গঠন করতে সম্মত হয়েছে। উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা নিয়েও আলোচনা করবে।
- ওয়াশিংটন ও মস্কো উভয় দেশের দূতাবাসের কর্মী পুনর্বহালের বিষয়েও সম্মত হয়েছে।
- রাশিয়ার আপত্তি: ইউক্রেনের ন্যাটো সদস্যপদ পাওয়ার ব্যাপারে আপত্তি জানিয়েছে রাশিয়া।
- আরটির প্রতিবেদন: প্রেসিডেন্ট পুতিন সরাসরি জেলেনস্কির সঙ্গে আলোচনা করতে প্রস্তুত বলে জানিয়েছেন। অন্যদিকে, জেলেনস্কি সাফ জানিয়ে দিয়েছেন যে, ইউক্রেনকে ছাড়া কোনো শান্তি চুক্তি মানবে না তারা।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.