মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পেজে একটি পোস্টে সতর্ক করে বলেন, "যে ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে, তার পরিণতি ছাত্রলীগের মতোই হবে।"
এর আগে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুগ্রুপের মধ্যে সংঘর্ষে ৪০ জনের বেশি আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে কুয়েট ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, দুপুরে কুয়েটের শিক্ষার্থীরা "ছাত্র রাজনীতি ঠিকানা, এই কুয়েটে হবে না", "দাবি মোদের একটাই, রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই" ইত্যাদি স্লোগান দিতে দিতে ক্যাম্পাসের হলগুলো প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে দুগ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ ঘটনা ক্যাম্পাসের বাইরেও ছড়িয়ে পড়ে।
কুয়েট পকেট গেটের বাইরে বিএনপি সমর্থিত বহিরাগতরা এক ছাত্রকে পিটিয়ে গুরুতর আহত করে ক্যাম্পাসের ভেতরে ফেলে দেয়। এ ঘটনায় সাধারণ ছাত্রদের মধ্যে চরম উত্তেজনা তৈরি হয়। বহিরাগতরা কুয়েটের একটি গাড়ি ভাঙচুর করে এবং ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে কয়েকটি বাড়িতে হামলা চালায়।
সংঘর্ষে আহতদের কুয়েটের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। এ পর্যন্ত ৪টি অ্যাম্বুলেন্স আহতদের স্থানান্তর করেছে।
খানজাহান আলী থানার ওসি মো. কবির হোসেন বলেন, "কুয়েটে ছাত্রদের দুগ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি।"
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কুয়েটের সংঘর্ষের পরিপ্রেক্ষিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। হাসনাত আব্দুল্লাহর সতর্কবার্তা এবং কুয়েটের ঘটনা নিয়ে ছাত্র রাজনীতির ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.