ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি অভিযানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সাবেক সচিব মো. জাহাঙ্গীর আলম বুলবুলকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ভোররাতে রাজধানী থেকে তাকে আটক করা হয়। ডিবি পুলিশ প্রধান রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিবি প্রধান জানান, জাহাঙ্গীর আলম বুলবুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হবে।
জাহাঙ্গীর আলম গত ২০ আগস্ট স্বাস্থ্য সেবা বিভাগ থেকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি হন। এরপর তিনি কৃষি, পানিসম্পদ ও পল্লীপ্রতিষ্ঠান বিভাগের দায়িত্ব পান। তবে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠায় সরকার তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায়।
উল্লেখ্য, জাহাঙ্গীর আলম ২০২৩ সালের ৯ অক্টোবর স্বাস্থ্য সেবা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ২০২৩ সালের ৮ অক্টোবর পর্যন্ত সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে সচিব হিসেবে কর্মরত ছিলেন।
গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আনীত অভিযোগ ও মামলার বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে বলে ডিবি সূত্রে জানা গেছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.