রমজানকে সামনে রেখে শ্রীমঙ্গলে ‘বিনা লাভের বাজার’-এর দ্বিতীয় শাখা উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে শহরের হবিগঞ্জ সড়কের গদার বাজারে এ শাখার কার্যক্রম শুরু হয়।
শ্রীমঙ্গলের পৌরসভার সাবেক মেয়র ও মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহসিন মিয়া মধু আনুষ্ঠানিকভাবে বাজারটির উদ্বোধন করেন।
এর আগে, গত বছরের নভেম্বরে শহরের নতুন বাজারে প্রথম শাখা চালু করা হয়। কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ পেয়ে সমাজের প্রান্তিক ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ উপকৃত হচ্ছেন বলে জানিয়েছেন উপকারভোগীরা।
মহসিন মিয়া মধু জানান, বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মধ্যবিত্তরা কষ্টে আছেন। তাই ক্রয়মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের লক্ষ্যে দুটি বাজার চালু করা হয়েছে, যাতে সাধারণ মানুষ সহজেই উপকৃত হতে পারেন।
👉 বাজারটির মূল উদ্দেশ্য হলো—মুনাফা ছাড়া সাধারণ মানুষের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্য সহজলভ্য করা।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.