সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) জানিয়েছে, দেশটির বিভিন্ন অঞ্চলে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এতে আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে।
এনসিএম সবাইকে সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছে, বিশেষ করে বন্যাপ্রবণ এলাকায় গাড়ি চালানোর সময় সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
চলতি বছরের শুরুতে টানা বৃষ্টিতে সৌদিতে ভয়াবহ বন্যা দেখা দেয়। পবিত্র দুই শহর মক্কা ও মদিনায় "লাল সতর্কতা" (রেড অ্যালার্ট) জারি করা হয়েছিল।
সেসময় বন্যার পানিতে গাড়ি ভেসে যাওয়া ও ভবনের নিচতলা ডুবে যাওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।
সৌদিতে অবস্থানরত সবাইকে সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.