জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব দীর্ঘদিনের প্রেমের সম্পর্ককে এবার পরিণয়ে রূপ দিচ্ছেন।
অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, চলতি মাসেই (ফেব্রুয়ারি) বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
২০১৯ সালে ঢাকার একটি বিপণিবিতানে রাজীব ও মেহজাবীনের হাত ধরাধরি করে হাঁটার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে। এরপর কখনো কক্সবাজার, আবার কখনো দেশের বাইরে একসঙ্গে ঘুরতে দেখা গেছে তাদের।
তবে প্রেমের বিষয়টি নিয়ে মেহজাবীন সবসময় নীরব ছিলেন। বিয়ের খবরেও তিনি এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।
আদনান আল রাজীব বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নির্মাতা। তার নির্মিত নাটক ও বিজ্ঞাপনগুলো দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হয়।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.