চলমান ইউক্রেন যুদ্ধের সমাপ্তি নিয়ে আলোচনার জন্য সৌদি আরবে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। অন্যদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার পররাষ্ট্রমন্ত্রী ও শীর্ষ উপদেষ্টাদের এই আলোচনার জন্য সৌদি আরবে পাঠিয়েছেন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সৌদি আরবের রাজধানী রিয়াদে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। তবে এ আলোচনায় ইউক্রেন অংশ নেবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সোমবার আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, জেলেনস্কি বলেন,
"ইউক্রেন এ আলোচনায় অংশ নেবে না, কারণ আমাদের এই বৈঠকের বিষয়ে আগে কোনো তথ্য জানানো হয়নি।"
সংযুক্ত আরব আমিরাত সফররত ইউক্রেনের প্রেসিডেন্ট এক ভিডিও ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান,
"আমাদের অজান্তে অন্য কোনো দেশ কিভাবে আমাদের যুদ্ধের বিষয়ে আলোচনা করতে পারে?"
তিনি আরও দাবি করেন,
"ইউক্রেন ছাড়া ইউক্রেন যুদ্ধের সমাধান সম্ভব নয়।"
এদিকে, সৌদি আরবের মধ্যস্থতায় এই আলোচনার ভবিষ্যৎ কী হবে, তা এখনো স্পষ্ট নয়।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.