আর মাত্র একদিন পর পর্দা উঠছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির। ২৯ বছর পর পাকিস্তানে কোনো আইসিসি টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে, তাই দেশজুড়ে উন্মাদনার মাত্রাও বেশি।
আইসিসি আনুষ্ঠানিক উদ্বোধনী আয়োজন না রাখলেও, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিজ উদ্যোগে নানা অনুষ্ঠান আয়োজন করছে। এরই অংশ হিসেবে ঐতিহাসিক লাহোর ফোর্টকে ঝলমলে আলোর রোশনাইয়ে সাজানো হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিসিবি সভাপতি মহসিন নাকভি।
তিনি বলেন, ‘২৯ বছর পর পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি ফিরেছে, এটি শুধু একটি টুর্নামেন্ট নয়, বরং পাকিস্তানের আতিথেয়তা ও ক্রিকেটপ্রেম তুলে ধরার বড় সুযোগ।’
লাহোর ফোর্টের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, ‘এটি শুধু এক স্মৃতিবিজড়িত স্থাপনা নয়, বরং ক্রিকেটপ্রেমী জনগণের আবেগের প্রতিচ্ছবিও বহন করে। তাই স্টেডিয়াম পরিপূর্ণ করার এখনই সময়।’
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি শুধু খেলার জন্য নয়, বরং ক্রিকেটপ্রেমের এক অনন্য উৎসব হয়ে উঠতে যাচ্ছে। পাকিস্তান কি পারবে নিজেদের মাটিতে ট্রফি জিততে? সময়ই দেবে উত্তর!
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.