প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ১ থেকে ৩৬ জুলাই পর্যন্ত প্রতিটি সংবাদমাধ্যমের ভূমিকা ডকুমেন্টেশন করা হবে। তিনি আরও জানান, যেসব সংবাদমাধ্যম সরকারের ভুলের সমালোচনা করবে, তাদেরকেও অন্তর্বর্তীকালীন সরকার ধারণ করবে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা প্রেসক্লাবে ‘গণমাধ্যমে ফ্যাসিবাদী বয়ান: ফিরে দেখা ১ থেকে ৩৬ জুলাই’ শীর্ষক এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন। শফিকুল আলম গত ১৫ বছরে ঘটে যাওয়া বড় বড় ঘটনায় সংবাদমাধ্যমের ভূমিকা খতিয়ে দেখার আহ্বান জানান।
তিনি বলেন, "এসব ঘটনা নিয়ে সংবাদমাধ্যমগুলোর বয়ান ডকুমেন্ট করা হবে। তাদের ভূমিকা নিয়েও গবেষণা করা হবে। কারও কণ্ঠ যেন রোধ না হয়, এমন বাংলাদেশ তৈরি করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। এমন সাংবাদিকতা তৈরি হবে, যেখানে সব সরকারের জবাবদিহিতা নিশ্চিত হবে। যত শক্তিশালীই হোক না কেন, সবাইকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে।"
শফিকুল আলমের এই বক্তব্যে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও জবাবদিহিতার প্রতি সরকারের প্রতিশ্রুতির প্রতিফলন দেখা যায়। তিনি সংবাদমাধ্যমের ভূমিকা বিশ্লেষণ ও মূল্যায়নের মাধ্যমে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক পরিবেশ গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.