লালমনিরহাটের ডালিয়া ব্যারেজ এলাকায় খরা মৌসুমে হঠাৎ তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় স্থানীয় কৃষক ও বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ভারতের পানি ছেড়ে দেওয়ায় তিস্তার পানিপ্রবাহ বেড়ে গেছে, যা নদীর পাড়ের জেগে থাকা বালুচর তলিয়ে যাওয়ার কারণ হয়েছে। এ অবস্থায় পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ ব্যারাজের চারটি জলকপাট খুলে দিয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টার পর থেকে তিস্তা ব্যারাজ পয়েন্টে পানিপ্রবাহ বাড়তে শুরু করে। সন্ধ্যা ৬টায় ব্যারাজ পয়েন্টে পানিপ্রবাহ রেকর্ড করা হয় ৫০ দশমিক ১০ সেন্টিমিটার (স্বাভাবিক ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার)। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপ অপারেটর নুরুল ইসলাম জানান, ভারত থেকে পানি ছেড়ে দেওয়ায় তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি বৃদ্ধি পাচ্ছে। তবে কত পরিমাণ পানি আসবে তা এখনই বলা যাচ্ছে না।
এদিকে, তিস্তা নদী রক্ষা আন্দোলনের সমন্বয়ক ও বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু জানান, তিস্তার পানি বৃদ্ধির বিষয়টি তারা অবগত হয়েছেন। তবে পানি বৃদ্ধি সত্ত্বেও আগামী ১৭-১৮ ফেব্রুয়ারি তিস্তা পাড়ে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি বাতাল করা হবে না।
এ পরিস্থিতিতে স্থানীয় কৃষক ও বাসিন্দারা পানির অতিরিক্ত প্রবাহ নিয়ে শঙ্কিত। তারা আশঙ্কা করছেন, পানির স্তর আরও বাড়লে তাদের ফসল ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.