ক্ষমতার মসনদে টিকে থাকার লোভ যেন মনুষ্যত্বহীন করে তুলেছে বেনিয়ামিন নেতানিয়াহুকে। চেয়ার দখলে রাখতে গাজা যুদ্ধবিরতি থেকে সরে আসতে মরিয়া লিকুদ পার্টির এই নেতা। এমনটাই মনে করছেন খোদ ইসরায়েলের অধ্যাপক মেনাচেম ক্লেইন।
দীর্ঘ ১৫ মাস ধরে গাজায় যুদ্ধ চলছে। ইসরায়েলের বর্বরতায় ৪৬ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।
গাজায় প্রথম ধাপের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ১৯ জানুয়ারি, যার মেয়াদ ৪২ দিন অর্থাৎ ১ মার্চ পর্যন্ত। শর্ত অনুযায়ী, প্রথম ধাপ কার্যকর হওয়ার ১৬তম দিনের আগেই দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু হওয়ার কথা ছিল, তবে ২৩ দিন পার হলেও তা শুরু হয়নি।
ইসরায়েলের বার-আইল্যান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেনাচেম ক্লেইন আল-জাজিরাকে বলেন, "এটা দিবালোকের মতো স্পষ্ট যে, নেতানিয়াহু যুদ্ধ থামাতে চান না।" তিনি দুটি কারণ উল্লেখ করেন—
তিনি আরও বলেন, "নেতানিয়াহুর পিঠ দেয়ালে ঠেকে গেছে। তার নির্ধারিত লক্ষ্য অর্জন অসম্ভব। এখন তিনি সমগ্র গাজাবাসীকে উচ্ছেদ করতে চান। যুদ্ধ চললে তার কোনো ক্ষতি নেই, কিন্তু যুদ্ধবিরতি স্থায়ী হলে তাকে নির্বাচন দিতে হবে এবং তদন্তের সম্মুখীন হতে হবে। তাই তার সামনে একমাত্র পথ হলো যুদ্ধ চালিয়ে যাওয়া।"
এদিকে, ইসরায়েলি জিম্মিদের মুক্তি সাময়িকভাবে স্থগিত রেখেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস, যাদের দাবি ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত মানছে না।
এছাড়া, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, শনিবারের মধ্যে সব জিম্মিকে মুক্তি না দিলে চুক্তি ভেঙে ফেলা উচিত।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.