প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের গ্লোবাল সিইও বিল উইন্টার্সকে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক মহলে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে ও অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কর্মসূচি তুলে ধরতে সহায়তার আহ্বান জানিয়েছেন।
সোমবার ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের গ্লোবাল সিইও বিল উইন্টার্স অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
অধ্যাপক ইউনূস বলেন,
"সাম্প্রতিক সময়ে বাংলাদেশ বিভ্রান্তিমূলক প্রচারণার শিকার হয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সহায়তা প্রয়োজন। আপনার কণ্ঠস্বর আমাদের জন্য অত্যন্ত মূল্যবান হবে।"
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ১২০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ সফরকালে বিল উইন্টার্স অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন এবং দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকার প্রশংসা করেন।
প্রধান উপদেষ্টা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংককে বিদেশে পাচার হওয়া কয়েক বিলিয়ন মার্কিন ডলার শনাক্ত ও দেশে ফিরিয়ে আনতে সহায়তা করার আহ্বান জানান।
তিনি বলেন,
"ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার ঘনিষ্ঠদের দ্বারা বিদেশে পাচার হওয়া বিপুল অর্থ শনাক্তে আপনাদের সহযোগিতা প্রয়োজন। ইতোমধ্যে এই অর্থ পুনরুদ্ধারে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।"
তিনি আরও বলেন,
"আপনার সহায়তা আমাদের দরকার। এখানে কিছু বিশেষজ্ঞ পাঠান, যাতে আমরা আরও কার্যকরভাবে কাজ করতে পারি।"
বিল উইন্টার্স আশ্বাস দেন যে, স্ট্যান্ডার্ড চার্টার্ড তার আন্তর্জাতিক নেটওয়ার্ক ও বিশ্বব্যাপী বিশেষজ্ঞ দক্ষতার মাধ্যমে বাংলাদেশের সম্ভাবনা বাস্তবায়নে সহায়তা করবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.