ইরাকের প্রেসিডেন্ট আবদুল লতিফ রশিদ প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি ও অর্থমন্ত্রী তাইফ সামির-এর বিরুদ্ধে মামলা করেছেন। দেশটির স্বায়ত্তশাসিত অঞ্চল কুর্দিস্তানের সরকারি কর্মচারীদের বেতন না দেওয়ার অভিযোগে তিনি এই মামলা দায়ের করেন। এ ঘটনায় ইরাকের শীর্ষ নেতৃত্বের মধ্যে মতবিরোধ আরও স্পষ্ট হয়ে উঠেছে।
বাগদাদ থেকে এএফপি জানিয়েছে, প্রেসিডেন্ট রশিদ, যিনি নিজেও কুর্দি, গত মাসে এই মামলা করেছিলেন, তবে তার উপদেষ্টা হাওরি তাওফিক রোববার এটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন।
সর্বোচ্চ আদালতে দায়ের করা মামলায় প্রেসিডেন্ট রশিদ বেতন পরিশোধের জন্য একটি স্থায়ী আদেশ জারির দাবি জানিয়েছেন, যাতে অর্থনৈতিক বিরোধের কারণেও এটি বাধাগ্রস্ত না হয়।
বাগদাদ ও কুর্দিস্তানের আঞ্চলিক রাজধানী আরবিলের মধ্যে দীর্ঘদিন ধরে আর্থিক বিষয়ে মতবিরোধ চললেও, সরকারের পক্ষ থেকে নিরবচ্ছিন্ন বেতন পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
বিশ্লেষকদের মতে, ইরাকের জনসেবা খাত দীর্ঘদিন ধরে অদক্ষতা ও দুর্নীতিতে জর্জরিত। এছাড়া, প্রধানমন্ত্রী সুদানি ও প্রেসিডেন্ট রশিদের মধ্যে পুরনো দ্বন্দ্ব রয়েছে।
জানুয়ারির বেতন পরিশোধ করা হলেও এখনও ডিসেম্বরের বেতন বকেয়া, যা সরকারি কর্মচারীদের মধ্যে বিপুল ক্ষোভ তৈরি করেছে।
কুর্দিস্তানের আঞ্চলিক প্রেসিডেন্ট নেচিরভান বারজানি প্রধানমন্ত্রী সুদানিকে বেতনসহ অন্যান্য আর্থিক বিষয়ে সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছেন। তবে কুর্দিস্তানের সরকারি কর্মচারীরা এখনো বেতন না পাওয়ায় বিক্ষোভে ফুঁসছে।
রোববার, সুলায়মানিয়াহ থেকে শত শত মানুষ আরবিলে বিক্ষোভের চেষ্টা করলে পুলিশ টিয়ার গ্যাস ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.